চট্টগ্রামে হালদা নদী হতে ৩৫০০ মিটার জাল জব্দ

শনিবার ২৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫০


:: ইব্রাহিম আল সোহাগ, চট্টগ্রাম প্রতিনিধি ::

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। আর এই হালদা নদী থেকে ৩ হাজার ৫’শ মিটারের ৩টি সুতার ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে হালদা নদীর কচুখাইন, ছায়ার চর ও হালদা-কর্ণফুলি নদীর মোহনা পর্যন্ত  অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান জানান, হালদা নদী রক্ষায় কচুখাইন, ছায়ার চর ও হালদা-কর্ণফুলি নদীর মোহনা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় ৩টি সুতার ভাসান জালসহ মোট ৩৫০০ মিটার জাল জব্দ করা হয়। সামনেও এই অভিযান অব্যাহত থাকবে।

 

এমএসি/আরএইচ