চট্টগ্রামে ভেজাল কারখানায় র‍্যাব এর অভিযান; আটক ৪

শুক্রবার ৪ মার্চ ২০২২ ২৩:২০


চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার একটি ভেজাল মশলার কারখানায় অভিযানে চালিয়ে ৪ জনকে আটক করেছে র‌্যাব। এসময় ১ হাজার ৪০২ কেজি ভেজাল হলুদ, মরিচ ও ধনিয়ার গুড়াসহ ক্যামিকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে আছদগঞ্জ এলাকার ৬ নম্বর ইসলাম কলোনির একটি কারখানার ভেতর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আবদুল কাদের (৩৫), মো. রিয়াদ হোসেন (১৯),মো. জিল্লুর রহমান জিয়া (২৬) ও  মো. নুরুল ইসলাম (৩৬)। 

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আছদগঞ্জের ৬ নম্বর ইসলাম কলোনীর একটি কালখানায় ভেজাল হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে মসলা বানিয়ে বিক্রি করে করতো কিছু অসাধু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে৪ জনকে আটক করে র‍্যাব।

এসময় কারখানাটিতে উদ্ধার করা হয় ১ হাজার ৪০২ কেজি ভেজাল হলুদ, মরিচ ও ধনিয়ার গুড়াসহ ক্যামিকেল। আটককৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এমএসি/আরএইচ