চট্টগ্রামে বাসায় ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু

মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২ ২০:১২


:: ইব্রাহিম আল সোহাগ, চট্টগ্রাম প্রতিনিধি ::

চট্টগ্রামে বাসায় ফেরার পথে লরির ধাক্কায় প্রাণ গেল মো. হাবিবুর রহমান (২১) নামে এক শিক্ষার্থীর। তিনি নগরির ঝর্নাপাড়ার আব্দুর রশিদের ছেলে এবং শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টায় ডবলমুরিং থানার সামনে ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব রব্বানী অপু বলেন, হাবিব নামে ওই শিক্ষার্থী ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে থানার সামনে ফ্লাইওভার থেকে নামার সময় পেছন থেকে একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় লরি জব্দ করা হয়েছে। তবে লরির চালক পালিয়ে গেছে।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আহত অবস্থায় এক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।

এমএসি/আরএইচ