চট্টগ্রামে ডায়ারিয়ার প্রকোপ বাড়ায় মেডিকেল প্রস্তুতের নির্দেশ

রবিবার ৩ এপ্রিল ২০২২ ২২:০৯


:: ইব্রাহিম আল সোহাগ, চট্টগ্রাম প্রতিনিধি ::

চট্টগ্রাম শহরে কম হলেও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে গ্রামাঞ্চলে। গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৪ উপজেলায় ৯৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী পাওয়া গেছে। যার দুই তৃতীয়াংশই শিশু, বাকিরা প্রাপ্ত বয়স্ক। এতে উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য বিভাগও।

এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী মজুদ রাখার পাশাপাশি মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। রবিবার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়, এপ্রিল-মে মাসে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা থাকে। এ অবস্থায় প্রতি ইউনিয়নে ১টি এবং প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে মেডিকেল টিম পুনর্গঠন করে প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে। 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, গেল কয়েকদিন ধরে গ্রামে ডায়রিয়া আক্রান্ত রোগী বাড়তে শুরু করেছে। যদিও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রেগুলোতে খাওয়ার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ পত্র পাঠানো হয়েছে। 

 

এমএসি/আরএইচ