চট্টগ্রামে ছাত্র-ছাত্রীদের আন্দোলনে ছাত্রলীগের বাধা দেওয়ার অভিযোগ

বুধবার ১ ডিসেম্বর ২০২১ ১৬:২৯


হাফ পাশ বা অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে নেমেছে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে নগরির চেরাগী পাহাড় মোড় থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। পরে সেখানে ছাত্রলীগের একদল কর্মীরা শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া যায়। 

পরে শিক্ষার্থীরা চেরাগী থেকে মিছিল নিয়ে লালদীঘির পাড়ে এসে সমাবেশ শেষ করে। এ সময় তারা গণপরিবহনে অর্ধেক ভাড়া, নিরাপদ সড়ক ও গাড়ি চাপায় শিক্ষার্থী হত্যার দোষীদের শাস্তির দাবিতে স্লোগান দেন। 

আন্দোলনে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, তখন ছাত্রলীগের একদল কর্মী সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিয়ে ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে তারা ব্যর্থ হয়। এরপর আমরা ওখান থেকে সরে মিছিল নিয়ে লালদীঘি পাড়ে সমবেত হয়।’

অর্ধেক ভাড়ার বিষয়ে জানতে চাইলে আগ্রাবাদ মহিলা কলেজের  শিক্ষার্থী অবিধা ফাইরুজ বলেন, ‘কেবলমাত্র হাফপাসের সিদ্ধান্ত মেনে নেওয়ার নাটক মঞ্চস্থ করেছে সড়ক পরিবহন মালিক সমিতি। প্রথমত ছাত্রদের দাবি সরকারের কাছে, মালিক সমিতির কাছে নয়। অর্ধেক ভাড়ায় কোনো শর্ত জুড়ে দেওয়া চলবে না, তা সারাদেশের জন্য অভিন্ন হতে হবে।’

এদিকে শিক্ষার্থীদের নয় দফা দাবি সরকার মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। আন্দোলনের কিছুটা অদূরে প্রচুর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের যেকোন অঘটন মোকাবিলায় প্রস্তুত থাকতে দেখা যায়।

 

 

 

এমএসি/আরএইচ