চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৭৩৮ জন

মঙ্গলবার ১৮ জানুয়ারী ২০২২ ১৪:৩২


ইব্রাহিম আল সোহাগ, চট্টগ্রাম:
চট্টগ্রামে করোনার সংক্রমণ অব্যাহত আছে। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হলো ৭৩৮ জনের শরীরে। তাদের মধ্যে ৬৪৭ জন নগরের বাসিন্দা। বিভিন্ন উপজেলার বাসিন্দা ৯১ জন। তবে এদিন করোনায় চট্টগ্রামে কেউ মারা যাননি। এর আগে রবিবার ২৪ ঘন্টায় করোনায় মারা যান ৩ জন। ৩ জনই নগরের বাসিন্দা।

ওই ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছিল ৭৪২ জনের শরীরে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিন ১৩টি ল্যাব এবং অ্যান্টিজেনসহ তিন হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৬ হাজার ৪৫৭ জন। আক্রান্তদের মধ্যে ৭৭ হাজার ৪৩৮ জন নগরের বাসিন্দা, ২৯ হাজার ১৯ জন বিভিন্ন উপজেলার।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৩৮ জনের। এর মধ্যে ৭২৮ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৩ জানুয়ারি থেকে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। শনিবার থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্বাস্থ্যবিধি তদারকি করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করছে।

এমএসি/আরএইচ