গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

বুধবার ১৬ মার্চ ২০২২ ১৬:৪৭


মেজবা রহমান, গোপালগঞ্জ :: 
গোপালগঞ্জে হত্যা মামলার এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার অপর ১৪ আসামিকে খালাস দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, গোপালগঞ্জর মুকসুদপুর উপজেলার গনপতি মন্ডল।তার বাড়ি মুকসুদপুর উপজেলার মহাটালী গ্রামে।  তিনি মৃত লক্ষণ মন্ডলের ছেলে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. অব্বাস উদ্দীন এ রায় ঘোষণা দেন।

বাদী পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. শহীদুজ্জামান খান ও অ্যাডভোকেট ফজলুল হক খান এবং আসামী পক্ষে অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন মামলাটি পরিচালনা করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ১৫ জুন মহাটালী গ্রামের ভোলানাথ দাসকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে গণপতি মন্ডল ও তার ২৫ সহযোগী। পরে মারাত্মক আহতাবস্থায় ভোলানাথকে প্রথমে মুকসুদপুর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুন তিনি মারা যান।এ ঘটনায় নিহতের ছেলে ঝড়ু দাস বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানীর পর বুধবার বিচারক রায় ঘোষণা করেন।

এমএসি/আরএইচ