গনহারে ফাইজা টিকা কার্যক্রম শুরু

শনিবার ৪ ডিসেম্বর ২০২১ ২৩:২৬


:: তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১ম বারের মতো গণহারে ফাইজার করোনার টিকাদান শুরু হয়েছে।

রোজ শনিবার (৪ ঠা ডিসেম্বর) সকাল থেকে কুলাউড়ার ইউনি এইড ডায়াগনস্টিক সেন্টার টিকাকেন্দ্রে ফাইজার ১ম টিকা গ্রহণ করেন সাংবাদককর্মী এস আর অনি চৌধুরীসহ ৩০০ টিকা গ্রহীতা।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, ফাইজারের টিকা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। এই ব্যবস্থা শুধু ইউনি এইড ডায়াগনস্টিক সেন্টার আছে। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিকা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কুলাউড়ায় গণহারে প্রথম দিনে ৩০০ জনকে শুরু করে টিকা দেয়া হয়েছে। ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ৩০০ করে মোট ১৮০০ জনকে ফাইজারের টিকা দেয়া হবে। তিনি ফাইজারের টিকা গ্রহীতাদের কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার জন্য আহবান জানান সকলকে।

 

এমএসি/আরএইচ