কেশবপুরে বাড়িতে ফেরা হলো না খায়রম্নননেছার

মঙ্গলবার ২২ মার্চ ২০২২ ১১:৪৯


কেশবপুর (যশোর) প্রতিনিধি ::
যশোরের কেশবপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। মেয়ের বাড়ি থেকে বাড়ি ফেরা হলোনা খায়রম্নননেছার।কেশবপুর সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃত আমির আলীর স্ত্রী খায়রম্নননেছা (৬৫) গতকাল সোমবার দিনে কেশবপুর পৌরসভার ভোগতি-নরেন্দ্রপুর গ্রামে মেয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলো।

পথি মধ্যে পৌর শহরের ডাকঘর এলাকায় দূর্ঘটনার কবলে পড়ে। দুই টি ইঞ্জিন চালিত ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে খায়রম্নননেছা ভ্যান গাড়ির উপর থেকে ছিটকে রাস্ত্মার উপর পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। পথচারীরা তাকে দ্রম্নত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

খবর পেয়ে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা ও স্থানীয় ইউপি মেম্বার কামাল হোসেন হাসপাতালে যান ও তার স্বজনরা হাসপাতালে ছুটে আসে। সদর ইউপি মেম্বার কামাল হোসেন সাংবাদিকদের জানান,মহিলার ৩টি মেয়ে ছাড়া আপন বলতে আর কেউ নেই। এ ব্যাপারে কেশবপুর থানার ডিউটি অফিসার এএস আই আবু শাহিন জানান,উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বৃদ্ধার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমএসি/আরএইচ