কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক লুডু খেলা অনুষ্ঠিত

সোমবার ৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫৪


 
:: ঝন্টু, কেশবপুর (যশোর) প্রতিনিধি ::
 
 
যশোরের কেশবপুরে বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণ এর আয়োজনেএবং দাতা সহযোগী ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে বাংলাদেশ দলিত যুবপরিষদ কেশবপুর উপজেলা শাখার সাথে ত্রৈমাসিক সভা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামুলক লুডু খেলা ও পুরস্কার বিতরণর বিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
 
প্রোমোটিং রাইটস্ অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপল (প্রদীপ) প্রকল্পের আওতায় অনন্তসাহা সড়কস্থ পরিত্রাণ প্রশিক্ষণ কেন্দ্র সচেতনতামুলক লুডু খেলার মাধ্যমে অংশগ্রহনকারী ও দর্শকদেরমাঝেবিভিন্ন ম্যাসেজ প্রদান করা হয়। লুডু খেলা শেষে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
কুইজে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিত্রাণ এর স্বেচ্ছাসেবক সুমন দাস ও মনিটরিং অফিসার তাপস মন্ডল।
 
 
 

এমএসি/আরএইচ