কেশবপুরে ইউপি নির্বাচনে যারা বিজয়ী

বৃহস্পতিবার ৬ জানুয়ারী ২০২২ ১২:২২


কেশবপুর যশোর প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৫ই জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সদও ইউনিয়নের নুতন মূলগ্রাম ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা অভিযোগে নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনে ৪টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, ৪টি ইউনিয়নে বিদ্রোহী ও ২টি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

১ নং ত্রিমোহিনী ইউনিয়নে আনারস প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান বিজয়ী হয়েছেন। ২ নং সাগরদাঁড়ী ইউনিয়নে চশমা প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত বিজয়ী হয়েছেন। ৩ নং মজিদপুর ইউনিয়নে আনারস প্রতীকের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ বিজয়ী হয়েছেন।

৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নে আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন বিজয়ী হয়েছেন। ৫ নং মঙ্গলকোট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের বিশ্বাস বিজয়ী হয়েছেন। ৭ নং পাঁজিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন বিজয়ী হয়েছেন।

৮নং সুফলাকাটি ইউনিয়নে চশমা প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান এস এম মুনজুর রহমান বিজয়ী হয়েছেন। ৯ নং গৌরীঘোনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব বিজয়ী হয়েছেন।

১০ নং সাতবাড়িয়া ইউনিয়নে চশমা প্রতীকের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা বিজয়ী হয়েছেন।

১১ নং হাসানপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদুজ্জামান বিজয়ী হয়েছেন। কেশবপুর সদর ইউনিয়নের নুতন মূলগ্রাম ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা অভিযোগে নির্বাচন স্থগিত করা হয়েছে।

এমএসি/আরএইচ