কুড়িগ্রামে জমি নিয়ে দুই গ্রামবাসীর বিরোধ; সংঘর্ষে নিহত ১

রবিবার ১৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:১৩


:: কুড়িগ্রাম প্রতিনিধি ::
 
কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত মিলন মিয়া (২৪) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামের আজিজল হকের পুত্র। এঘটনায় উভয়পক্ষের আরো ৫জন আহত হয়েছেন।
 
জানা গেছে, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী গ্রামের আকবর আলী মাস্টারের সাথে ইটালুকান্দা গ্রামের খায়রুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধলে উভয়পক্ষের ৬জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্থানীয়রা। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়।
 
আহতরা হলেন, গাছবাড়ি গ্রামের সোমা খাতুন (১৮), রনজন আলী (২৮) এবং ইটালুকান্দা গ্রামের আজিজল হক (৬০), রুবেল মিয়া (১৪) ও রিপন মিয়া (৩০)।
 
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অলক কুমার বলেন, আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোরে আহতদের মধ্যে মিলন মিয়ার মৃত্যু হয়।আজিজল নামের আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
 
রোববার বিকেলে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, নিহতের মরদেহ সোমবার(১৪ ফেব্রুয়ারি) ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

এমএসি/আরএইচ