কুসিক নির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

শনিবার ৭ মে ২০২২ ১৬:৪৭


কুমিল্লা প্রতিনিধি ::
কুমিল্লা সিটি কর্পোরেশনসহ ৩টি উপজেলা, ৬টি পৌরসভা ও ১৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নিচ্ছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৮ম ধাপে স্থানীয় সরকারের অধীনে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা দলের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তৃতীয় দিন পর্যন্ত কমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত এবং সহ সভাপতি ওমর ফারুকসহ ৪জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আগামী ১১ মে পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হবে। এরপর ১৩ মে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে দলীয় প্রার্থী।

তৃণমূলের মতামত, সরকারি বেসরকারি সংস্থার প্রতিবেদন, জরিপ এবং প্রার্থীদের ইমেজ, জনপ্রিয়তা বিবেচনায় এনে  সভাপতি শেখ হাসিনা প্রার্থীদের প্রার্থীতা চূড়ান্ত করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় আগামী ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে, প্রত্যাহারের শেষ সময় ২৬ মে এবং ভোট হবে ১৫ জুন। এ সিটিতে ভোট গ্রহণ করা হবে ইভিএমে।

এমএসি/আরএইচ