কুলিয়ারচরে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার ৫ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৩৪


কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ মোঃ রনি আহমেদ নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী মো. রনি আহমেদ (২৫) কুমিল্লা জেলার ব্রহ্মনপাড়া উপজেলার আশাবাড়ি গ্রামের মো. জামাল হোসেন এর ছেলে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর, পুলিশ প্রহরায় কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণা করা হয়েছে।

জানা যায়, শুক্রবার ৪ ফেব্রুয়ারি দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এর সার্বিক নির্দেশনায় ও এস.আই রফিকুল ইসলাম সঙ্গীয় এস.আই জয়নাল আবেদীন, এস.আই সাইফুল্লাহ আকন্দ, এস.আই কাউসার আল মাসুদ, এ.এস.আই মো. সোহেল মিয়া, এ.এসআই মো. নাসিম মিয়া, এ.এস.আই মতিয়ার রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কুলিয়ারচর লঞ্চঘাট সংলগ্ন বালু মহলের অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ০৪, তারিখ. ০৪/০২/২০২২। তিনি বলেন, এ এলাকা থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসি/আরএইচ