কুলাউড়ায় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে টিবিএফ । পর্যবেক্ষণ 

মঙ্গলবার ১২ এপ্রিল ২০২২ ১৩:০০


মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে টিবিএফ সংগঠনের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি সংগঠনের নেতৃবৃন্দদের তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানান।

কুলাউড়ায় ভাড়াটিয়া দোকানদারদের অধিকার ভিত্তিক সংগঠন দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ) এর কার্যকরী কমিটির পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সোমবার বিকেলে কুলাউড়া শহরের ছামি-ইয়ামি চায়নিজ বাংলা রেস্টুরেন্টে সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও অর্গানাইজিং সেক্রেটারী মেহেদী হাসন খালিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. কাজী ফজলুল হক খান সাহেদ। আরও বক্তব্য রাখেন, সংগঠনের আইন উপদেষ্টা অ্যাড. তাজুল ইসলাম, সদস্য খন্দকার অজিউর রহমান আছাদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল ইসলাম, জয়চন্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও টিবিএফ এর কো-চেয়ারম্যান জাফর আহমেদ গিলমান, জেনারেল সেক্রেটারি মইনুল হক বকুল, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, আব্দুল হান্নান, মদরিছ আলী, জয়েন্ট সেক্রেটারী শরফ উদ্দিন তমু, মো. আব্দুল মোক্তাদির জায়েদ, নাজমুল ইসলাম, ট্রেজারার আব্দুস শুকুর, কার্যকরী সদস্যবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সভাপতি আলহাজ্ব মইনুল ইসলাম শামীম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে দোকান ভাড়াটিয়া ব্যবসায়ীদের দাবি-দাওয়া বাস্তবায়নে কুলাউড়া বাজারসহ উপজেলার সকল ভাড়াভিটার ব্যবসায়ীদের সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।

সভাশেষে ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন উত্তরবাজার জামে মসজিদের খতিব মাও. মাহমুদুর রহমান ইমরান।

এমএসি/আরএইচ