কলারোয়া সিমান্তে ভারতে পাচারকালে ১০ পিস স্বর্ণের বারসহ আটক-১

বুধবার ১ সেপ্টেম্বর ২০২১ ১৪:২৩


:: এস,এম,হাবিবুল হাসান, সাতক্ষীরা প্রতিনিধি ::
 
 
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ভারতে পাচারকালে একশো ভরি ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম (৫০) নামে এক কুখ্যাত চোরাকাবারীকে আটক করেছে বিজিবি। যার ওজন ১০০ ভরি (১ কেজি ১৬৬.৪০  গ্রাম) এবং বাজার মূল্য ৭৩ লাখ টাকা। 
 
মঙ্গলবার(৩১ আগষ্ট) রাতে কলারোয়া সীমান্তের ব্রজবাক্স বাজার থেকে তাকে আটক করা হয়। আটক স্বর্ণ চোরাকারবারীর মনিরুল ইসলাম কলারোয়া উপজেলার মুরারীকাটি ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
 
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের ব্রজবাক্স বাজার এলাকায় অভিযান চালায়।
 
এ সময় সেখান থেকে মনিরুল ইসলাম নামের এক কুখ্যাত স্বর্ণ চোরাকারবারীকে আটক করে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয় । যার ওজন ১০০ ভরি (১ কেজি ১৬৬.৪০  গ্রাম)। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ৭৩ লাখ টাকা। 
 
তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  
 
 

এমএসি/আরএইচ