উন্নয়নের ধারা অব্যহত রাখতে আ.লীগকে ক্ষমতায় আনতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

শুক্রবার ২৬ মে ২০২৩ ১১:০৫


বিশেষ প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলায় ভাঙন রোধে এক হাজার ৯৬ কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল -৫ ( সদর)  আসনের সংসদ সদস্য কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম। এসময় তিনি এক জনসভায় বলেন, বর্তমান সরকারের অধীনে দেশে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে আবারও ২০০১ সালের মতো বিএনপি সরকার ক্ষমতায় এলে এ সকল প্রকল্প বন্ধ করে দেবে।

জাহিদ ফারুক শামীম বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে। এগুলো তো আর আওয়ামী লীগের জন্য করা হয়নি, করা হয়েছে সাধারণ মানুষের জন্য। তারা আওয়ামী লীগের সাথে শত্রুতা করে এগুলো বন্ধ করেছে।’

তিনি আরো বলেন, ‘আবারও যদি তারা ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের চালু করা প্রকল্পগুলো বন্ধ করে দেবে

এতে আওয়ামী লীগের ক্ষতি হবে না, ক্ষতি হবে সাধারণ মানুষের। তাই এসকল প্রকল্প বাস্তবায়নে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, ‘আজকে মেঘনার ভাঙন প্রতিরোধে তজুমদ্দিনে এক হাজার ৯৬ কোটি টাকার একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এটি ভাঙন রোধে ভোলা জেলায় সবচেয়ে বড় প্রকল্প।

আজ পুরোপুরি ভাঙন রোধে সবচেয়ে বড় প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে লালমোহন তজুমদ্দিনের মানুষ মেঘনার করালগ্রাস থেকে চিরতরে রক্ষা পাবে।’

 

তিনি আরো বলেন, ‘প্রতিটি দুর্যোগের সময় আমি লালমোহন-তজুমদ্দিনের মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এমনকি ঝড়বৃষ্টি উপেক্ষা করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এ দুই উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চলে গিয়েও সেখানকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছি।'

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মজিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ভোলা পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী মো. হাসান মাহমুদ।

জনসমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ড পশ্চিম রিজিওনের অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী প্রামানিক, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বাবুল আখতারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

ভোলা পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী মো. হাসান মাহমুদ জানান, এ প্রকল্পের মাধ্যমে ভোলা পওর বিভাগ-২-এর আওতায় তজুমদ্দিনের জিরো পয়েন্ট মির্জাকালু স্লুইস গেট থেকে চরফ্যাশনের বেতুয়াঘাট পর্যন্ত ৩৪ কিলোমিটার সিসি ব্লক দিয়ে মোড়ানো বেড়িবাঁধ ও ১৭.১ কিলোমিটার ভাঙনরোধ এবং সাতটি স্লুইস গেট নির্মাণ/পুনর্নির্মাণ করা হবে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে তজুমদ্দিন ও লালমোহন উপজেলার মেঘনা নদীর তীরবর্তী পুরো এলাকায় নদীর ভাঙন থেকে সুরক্ষিত হবে।

এমএসি/আরএইচ