ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজও পাঁচ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত

সোমবার ১৩ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৩


:: মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ::



কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৫ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ সেপ্টেম্বর স্বশরীরে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন পর স্বশরীরে পরীক্ষা দিতে পারায় পরীক্ষার্থীদের মধ্যে উৎফুল্লতা ও প্রাণচাঞ্চল্যতা লক্ষ্য করা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের, আল কুরআন বিভাগের ৪র্থ বর্ষের, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের, গণিত বিভাগের এম.এস.সি ও ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম লোক প্রশাসন বিভাগের পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা কক্ষের পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি, করোনাকালীন সময়ে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মানা এবং সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষাগুলো নেবার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর একইভাবে স্বাস্থ্যবিধি মেনে সাতটি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এমএসি/আরএইচ