ইলিশ শিকারে নিষেধাজ্ঞার ১৩তম দিনে ভিজিএফ’র চাল বিতরণ, জেলেদের ক্ষোভ

বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ ১৯:০১


:: মিশু সিকদার, বাউফল প্রতিনিধি ::

প্রজনন মৌসুমে বাউফলের তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা জারির ১৩ তম দিনে নাজিরপুর ইউনিয়নের ৭শ ৫৭ জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার(২০ই অক্টোবর)  সকাল ৮ টায় ইউনিয়ন পরিষদের সামনে ধান্দী ফাজিল মাদ্রাসার মাঠে ওই চাল বিতরণ করা হয়। এ সময়ে নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মহসীন, ইউপি সদস্য মো. রুবেল তালুকদার, এস.এম শহীদুল আলম, মো. মুজাহিদুল ইসলাম , সফিকুল ইসলাম, আহসান হাবীব মিন্টু, মো. হাবিবুর রহমান ও মো, অনছার উদ্দিন উপস্থিত ছিলেন।

ভিজিএফের চাল নিতে আসা কয়েকজন জেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের কষ্ট লাঘবের জন্য সরকার নিষেধাজ্ঞার সময় চাল বরাদ্দ দেয়। কিন্তু কোন বছরই  নিষেধাজ্ঞার শুরতে আমরা চাল পাই না। যার কারণে প্রথম দিকে আমাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হয়। তাই আগামী বছর যেন নিষেধাজ্ঞার শুরুতেই ভিজিএফের চাল পাই, সে দাবি জানাই কর্তৃপক্ষের কাছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

এমএসি/আরএইচ