ইউনাইটেড ধর্মীয় সম্প্রীতি যুব উৎসব অনুষ্ঠিত

শনিবার ২৬ ফেব্রুয়ারি ২০২২ ১২:০২


বরগুনা প্রতিনিধি:

ইউনাইটেড নেশনের ধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উদযাপনে গ্লোবাল ন থিঙ্কার সোসাইটি মাসব্যাপী আয়োজনের সমাপ্তি অনুষ্ঠান বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো।
এ উপলক্ষে শুক্রবার বিকেল ৪ টায় বরগুনা পৌরসভা হলরুমে জি এল টি এসের চিফ অপারেটিং অফিসার মাহিন মেহরাব অনিক এর সভাপত্বিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলন বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সঞ্জীব দাস ও বরগুনা পৌরসভার মহিলা কাউন্সিলরসহ অন্যান্য ব্যক্তিবর্গ। অর্গানাইজার হিসেবে জান্নাতুল ইসলাম ইমন, তপু রায়হান, রাফি, রিফা, তোয়া ও ঐশী যারা গ্লোবাল ল থিঙ্কার সোসাইটির সেন্ট্রাল এবং ডিস্ট্রিক্ট টিমের সাথে সম্পৃক্ত।
অনুষ্ঠানের মাধ্যমে বরগুনা কৃতি সন্তানদের সম্মাননা অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেন এবং বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সনদ দেওয়া হয়। পাশাপাশি বরগুনা জেলা জি এল টি এস কমিটি ঘোষণা করেন।

উল্লেখ্য, মাসব্যাপী কর্মসূচির মধ্যে গ্লোবাল ল থিঙ্কার সোসাইটি এটা আন্তর্জাতিক অরগানাইজেশন। যারা ১০৬ টি দেশের সাথে কাজ করে। গ্লোবাল লিডারশিপ, গ্লোবাল মাল্টি প্রফেশনাল নেটওয়ার্কিং, হিউম্যান ডেভেলপমেন্ট, সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ইনভারনমেন্ট, কমিউনিটি বিল্ডিং এবং চ্যরিটি নিয়ে কাজ করে।

ইউনাইটেড নেশন এর ইন্টারফেস হারমনি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজ করেন এর মধ্যে শীতবস্ত্র বিতরণ, ধর্মীয় পুস্তক বিতরণ, ক্রিকেট টুর্নামেন্ট, গাছ রোপন, ভ্যালেন্টাইন ফর চিল্ড্রেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, আর্ট এবং বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেন সংগঠনটি।

এমএসি/আরএইচ