আগামীতে গণঅধিকার পরিষদের নেতৃত্বে সরকার গঠিত হবে- রংপুরে ভিপি নুর 

শনিবার ২৮ জানুয়ারী ২০২৩ ১৯:০৫


রংপুর প্রতিনিধি:

দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ তৈরি হলে গণঅধিকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আগামীতে তাদের নেতৃত্বে সরকার গঠিত হবে বলে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের শরিক গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু ওরফে ভিপি নুর। আজ (শনিবার) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, রংপুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো তিস্তা চুক্তি হবে। কিন্তু সরকারের সাথে ভারতের সুসম্পর্ক থাকার পরেও তা বাস্তবায়ন হয়নি। ইভিএম নিয়ে সাধারণ ও সচেতন মানুষের মাঝে যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিলো সরকার তা অনুধাবন করতে পেরেছে, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে দেশের মানুষ নানা কষ্টে দিন কাটাচ্ছে এদিকে কারো খেয়াল নেই। সমাবেশ উপলক্ষে বিভাগের বিভিন্ন স্থান থেকে শত শত লোকের সমাগম ঘটে সকাল থেকেই। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ। 

এমএসি/আরএইচ