আইপিএল জুয়া খেলে হেরে পাওনাদারে চাপের মুখে শ্রীনগরে ৩ সন্তানের জনকের আত্মহত্যা

রবিবার ৩ এপ্রিল ২০২২ ২০:২৫


:: এমএ কাইয়ুম মাইজভান্ডারি, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ::

ইন্ডিয়ান প্রিমিয়ারলী(আইপিএল) জুয়া খেলে হেরে পাওনাদারদের চাপে মুখে শ্রীনগরে মোঃ সুমন হোসেন নামে ৩ সন্তানের এক জনক আত্মহত্যার করেছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বাঘড়ার গোয়াল বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

পরিবারের দাবী আইপিএল ক্রিকেট জুয়ায় টাকা হেরে পাওনাদারদের চাপের মুখে আত্মহত্যার পথ বেছে নেয়। নিহত মোঃ সুমন হোসেন (৪০) উপজেলার বাঘড়ায় এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সুমন ঘরের আড়ার সাথে গলায় লুঙ্গি পেচিয়ে ফাঁস দেয়। সে ১ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। সকালে বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইলিয়াস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। সুমন হোসেন গত ৪ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসে। দেশে এসে সুমন আইপিএল ও ক্রিকেট জুয়া খেলায় আসক্ত হয়।

এলাকায় আইপিএল জুয়া খেলার একাধিক সিন্ডিকেট রয়েছে। সিন্ডিকেটের সদস্যরা মোবাইল ফোন ও আ্যাপস্’র মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করে। এলাকাবাসী আরো জানায়, সিন্ডিকেটটির অন্যতম সদস্য বাঘড়া বাজারে বিকাশ ব্যবসায়ী উত্তমের দোকানে জুয়ার এসব টাকার লেনদেন হয়ে থাকে।

এ বিষয়ে জানতে উত্তম দাসের মোবাইল ফোনে (০১৮৩৯৫৯৫৭৩৫) কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় ইউপি সদস্য মোঃ নুর জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি লোকমুখে শুনেছি ক্রিকেট জুয়া খেলার সাথে উত্তমের সম্পৃক্তা রয়েছে। এলাকার অনেকেই তা জানেন।

সুমনের স্ত্রী নার্গিস বেগম বলেন, আইপিএল জুয়া খেলা নিয়ে বিভিন্ন জনের সাথে প্রায় সময়ই মোবাইল ফোনে কথা বলতে দেখা যেতো। প্রথম রোজার সাহরী খেতে উঠে দেখি ফাঁস দেয়া অবস্থায় ঘরের আড়ায় স্বামীর দেহ ঝুলে থাকতে।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একট অপমৃত্যূ মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এমএসি/আরএইচ