শরণখোলায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূর মৃত্যু

বুধবার ২৭ এপ্রিল ২০২২ ১১:১৩


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ::
বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত গৃহবধূর রহিমা বেগম (৪৫) কে চিকিৎসা নিতে হাসপাতালে যেতে বাঁধা দেয়ার একদিন পর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ এপ্রিল বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রহিমা বেগম একই গ্রামের আকাব্বর আলীর স্ত্রী।

নিহত গৃহবধু রহিমা বেগমের পুত্র আঃ রহিম হাওলাদার বলেন, পার্শ্ববর্তী বাদল হাওলাদারের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২৫ এপ্রিল সন্ধ্যায় বাদল হাওলাদার ও তার স্ত্রী লাকী বেগম তাদের বাড়িতে প্রবেশ করে তার মাকে বেদম মারপিট করে। এতে তার মা গুরুতর আহত হয়। আহত অবস্থায় তার মাকে চিকিৎসার জন্য হাসপাতালে আনার চেষ্টা করলে তাতেও বাঁধা দেয় হামলাকারীরা। এ অবস্থায় তাকে বাড়িতে রাখা হলে চিকিৎসার অভাবে মঙ্গলবার বিকেলে আমার মা মারা যায়।
 
আঃ রহিম হাওলাদার আরো জানান, আমরা মা কে কোথাও চিকিৎসা করাতে না যাই এবং কারো কাছে মারপিটের ঘটনা প্রকাশ না করি সেজন্য তারা অব্যাহত হুমকি ধামকি দিয়ে আমাদের বাড়ি ঘর ঘিরে রাখে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য জাহাঙ্গীর খলিফা জানান, ওই দুই পরিবারের মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক ও হয়েছে। সোমবার সন্ধ্যায় রহিম হাওলাদার এক ভ্যানচালক কে নিয়ে আমার কাছে আসেন। তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ভ্যান চালককে বলে দিতে বলেন। আমি ভ্যান চালককে অভয় দিয়ে রোগী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে দেই কিন্তু এর পরেও তারা হাসপাতালে যেতে পারেনি।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি । ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এমএসি/আরএইচ