ইতালিতে স্বাস্থ্যবিধি মেনে প্রবাসীদের কোরবানির উদযাপন

বুধবার ২৮ জুলাই ২০২১ ০৭:৫৬


মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সাথে মিল রেখে মঙ্গলবার ইতালিসহ ইউরোপের প্রতিটি দেশে পালিত হয় কোরবানির ঈদ।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ইতালির রাজধানী রোমের ‘লার্গো প্রেনেস্তিনা’র খোলামাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও রোমের বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে এবারও প্রশাসনের নির্দেশে অনেক জায়গাতেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।

এসময় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ এশিয়া ও আফ্রিকার প্রায় পঞ্চাশটি দেশের মুসলিমরা নামাজে অংশ নেন। তবে করোনাভাইরাসের কারণে নামাজ শেষে কাউকেই আলিঙ্গন করতে দেখা যায়নি।

এমএসি/আরএইচ