মঠবাড়িয়া উপজেলা নির্বাচন ২৯মে, ভোট ইভিএমে

বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ১২:০৪


নিজস্ব প্রতিবেদক 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। এই উপজেলায় ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে আনুষ্ঠানিক তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২ মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ মে, আপিল নিষ্পত্তি ৯-১১ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। বুধবার নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম তফশিল ঘোষণা করেন। এর আগে কমিশন সভায় এ তফশিল চূড়ান্ত করা হয়। এ নিয়ে তিন ধাপে ৪২২টি উপজেলা পরিষদের নির্বাচনের তফশিল ঘোষণা করল ইসি। বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান ইসি সচিব। তিনি জানান, তৃতীয় ধাপে নয়টি জেলার ২১টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। বাকি ৯১টি উপজেলার ভোট হবে কাগজের ব্যালটে।

 

এমএসি/আরএইচ