জীবননগরে আচরণবিধি লঙ্ঘন, নৌকা প্রার্থীর সমর্থককে জরিমানা

বুধবার ২৭ ডিসেম্বর ২০২৩ ২২:৫১


:: জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ::
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় নৌকা প্রতীকের এক সমর্থককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার বিকালে জীবননগর উপজেলার রায়পুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের আচরণবিধি দেখতে ২৮ নভেম্বর থেকে মাঠে নেমেছেন ম্যাজিস্ট্রেটরা। নিয়মিত টহলের অংশ হিসেবে জীবননগর উপজেলার রায়পুর গ্রামে নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্প ৪০০ বর্গফুটের বেশি হওয়া মো.তাহাজ্জুদ হোসেন নামের এক নৌকা মার্কার কর্মীকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

এমএসি/আরএইচ