কেশবপুরে নৌকার মাঝি পাচ্ছেন কে?

বুধবার ২২ নভেম্বর ২০২৩ ১৭:৪২


:: কেশবপুর (যশোর) প্রতিনিধি ::
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের কেশবপুর (৬) এই আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাপ শুরু করেছেন কেশবপুরের সিনিয়র নেতারা। 
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে কেশবপুর  থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিতে ফরম সংগ্রহ করেছে আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠের নেতারা। 
এবার কেশবপুর- ৬- সংসদীয় আসন থেকে  প্রার্থী হতে মাঠে তৎপর অনেকে।
কেশবপুর  থেকে আওয়ামী লীগের যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য জনাব শাহিন চাকলাদার, সাবেক সংসদ সদস্য ইসমোতারা সাদেকের মেয়ে নওরীন সাদেক, কেশবপুর উপজেলা শাখার সিনিয়র সভাপতি জনাব এইচ এম আমির হোসেন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল আজিজ, শেখ  আব্দুর রফিক, বারবার নির্বাচিত পৌর কমিশনার এবাদত সিদ্দিকী বিপুল, হোসাইন মোহাম্মদ ইসলাম, তাপস কুমার দাস, শ্রী প্রশান্ত মন্ডল। 
কেশবপুর যশোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন। এ আসনটি তে দুই বার সফল  শিক্ষা মন্ত্রী ছিলেন সাদেক সাহেব,সংসদের হুইপ ছিলেন আবদুল ওহাব সাহেব,জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছিলেন,  ইসমোতারা সাদেক  এ জন্য আসনটি অত্যান্ত্য গুরুত্যপূর্ণ আসন। এ আসনটিতে নৌকার মনোনয়ন একাধিক প্রার্থী তাদের নিজেদের যোগ্যতায় চাইতে পারেন এটা স্বাভাবিক। কিন্তু সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত কি আসে চেয়ে থাকতে হবে সেই দিকে। । প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এক্ষেত্রে সর্বোপরি  চূড়ান্ত সিদ্ধান্ত।
শনিবার থেকে আওয়ামী লীগের দলীয় ফরম বিক্রির ঘোষণার সাথে সাথে প্রার্থীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন।   
লোক মুখে শুনা যাচ্ছে ইতিমধ্যে প্রার্থীরা নিজ এলাকা ছেড়ে ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও আশেপাশের হোটেলে /বাসা বাড়িতে অবস্থান করছেন। নিজের পক্ষে দলীয় টিকিট পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মনোনয়ন বোর্ডের বিভিন্ন নেতার সাথে সংযোগ স্থাপন করছেন বলেও শোনা যাচ্ছে। প্রাথমিক বাছাইয়ে স্ব-স্ব প্রার্থীর নাম যাতে থাকে সেই চেষ্টাও করছেন বলে জানা যায়। 

এমএসি/আরএইচ