বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের উচিত শিক্ষা দেয়া হবে 

সোমবার ৩০ অক্টোবর ২০২৩ ২২:০১


:: সাতক্ষীরা প্রতিনিধি ::
গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের নামে বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, অগ্নি সংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   
সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বরে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। 
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ঢাকাতে ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে বিএনপি-জামায়াত গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, পুলিশের উপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিনা উস্কানিতে হামলা করেছে। তাদের কাজই হলো কিভাবে ধ্বংসাত্মক কাজ,নৈরাজ্য সৃষ্টি করা। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় স্বাধীনতা বিরোধী অপশক্তিরা দেশকে অস্থিতিশীল করতে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
২০১৩-১৪ সালের মতো আবার তারা আগুন সন্ত্রাস শুরু করেছে। সাতক্ষীরায় কাউকে আগুন সন্ত্রাস বা বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। শান্ত সাতক্ষীরাকে অশান্ত করার চেষ্টা করলে,হরতাল বা অবরোধের নামে আগুন সন্ত্রাস ও ভাংচুর করার চেষ্টা করলে আওয়ামী লীগ,ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুলিশ হত্যা, গাড়ি ভাংচুর,অগ্নিসংযোগকারীদের প্রতিহত করাসহ বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের উচিত শিক্ষা দেয়া হবে। আগামীতে বিএনপি-জামায়াতের সকল সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করা এবং দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহবান জানান।”
সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন,দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.সাহাদাৎ হোসেন প্রমুখ। 
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমত আরা, তহমিনা রহিম,যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি,দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, সদস্য তৈয়েরা রওনক, ঝর্ণা, নিলুফার ইয়াসমিন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা পারভীন রিক্তা, সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার সীমা, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, জেলা তঁাতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম রনি, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসি/আরএইচ