পাবনার আমিনপুরে টিফিনের টাকার জন্য বাবা মায়ের উপর অভিমান করে আত্নহত্যা করেছে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে নিহতের নিজ ঘরে এ আত্নহত্যার ঘটনাটি ঘটেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, নিহত স্বর্ণা সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য প্রস্তূত হয় এবং তার মা-বাবার কাছে টিফিনের জন্য ১০ টাকা দাবী করে।মেয়ের দাবির প্রেক্ষিতে তার বাবা- মা বলে রান্না প্রায় শেষের দিকে ভাত খেয়ে স্কুলে যাও টিফিনের টাকা দিতে পারবো না।এক পর্যায়ে মেয়েটি বাবা মায়ের উপর রাগ করে ঘরের নিজ রুমে যেয়ে দরজা লাগিয়ে দেয়।বেশ কিছু সময় পর মেয়ের সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন তার মেয়ে স্কুল ড্রেসের ওড়না নিয়ে গলায় ফাস নিয়েছে।
নিহত শিক্ষার্থী স্বর্ণা পাবনার আমিনপুর থানা এলাকার ভাতসালা গ্রামের শরিফের মেয়ে।নিহতের বাবা শরিফ ভ্যান চালক বলে জানা গেছে।
স্বর্ণা আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তাম শ্রেণীর শিক্ষার্থী।তার দাদার বাড়ি সুজানগর উপজেলার ভাতসালা গ্রামে।স্বর্ণা তার বাবা মাকে নিয়ে আমিনপুর নানার বাড়ি থেকে লেখাপড়া করতেন বলে জানা যায়।স্বর্ণার আত্মহত্যার খবরে তার স্কুলের সহপাঠীদের মধ্যে শোকে ছায়া নেমে আসে।সহপাঠীরা স্বর্ণাকে এক পলক দেখতে ভীড় করেন তার বাড়িতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। তিনি জানান,সকালে খবর পাই সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী বাবা মায়ের উপর রাগ করে আত্মহত্যা করেছে।সঙ্গে সঙ্গে অফিসারদের সাথে নিয়ে আমি ঘটনা স্থানে যেয়ে নিহতের বাবা মা এবং পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ঘটনার সমস্ত বর্ণনা নিয়ে জানতে পারি মেয়েটি স্কুলে যাওয়ার সংক্রান্ত বিষয় নিয়ে বাবা মায়ের উপর রাগ করে আত্নহত্যাটি করেছে।
এ ঘটনায় নিহতের দাদা বাড়ি বা নানা বাড়ির কোন অভিযোগ নেই।পরিবারের আবেদনে বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে একই সঙ্গে এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরর প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।