ভূমি মন্ত্রনালয়ের ভূমি আইন পাস, দলিল যার ভূমি তার
রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৫

:: উজিরপুর প্রতিনিধি ::
ভূমি মন্ত্রণালয়ের ভূমি আইন পাস, দলিল যার জমি তার। এ আইন ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। তবে যে বিষয়গুলো রয়েছে তা হলো কাহারো ৬০ বিঘার উপরে কৃষি জমি থাকতে পারবেনা। এক নামে ২৫ বিঘা জমি থাকলে তার খাজনা মাফ। আসল দলিল যার ভূমি তার। ভূয়া বেনামি ও জাল দলিল বাদ ও সেই দলিলের দাবিদার এর জেল হবে।
ভূমি জবর দখল দন্ডনীয় অপরাধ। মূল মালিককে জমিন দেওয়া হবে। আন রেজিষ্টার্ড দলিল বাদ। কারো থেকে অতিরিক্ত জমিন লিখে নেওয়া দলিল বাদ ও দন্ডনিয় অপরাধ। অন্যের নামে ভূয়া জাল দলিল বাদ।
এমনকি ১শত বৎসর ভূমি জবরদখল রাখলেও সেই সেই জমিনের দখল ছাড়তে হবে। খাস জমিন ভূয়া দলিল করে দখলে রাখলে ওই ভূমির সেই দলিল বাদ ও দখল ছাড়তে হবে। নিজের ভাই-বোন, মা-বাবা ও কাউকে পাগল বা প্রতিবন্ধী বলে ভূল বুঝিয়ে দলিল করে দেওয়া, ওই সকল নামে জাল দলিল বানিয়ে ভূমি আত্মসাৎ করা দলিল বাদ হয়ে যাবে।
উত্তরাধিকারিকে বঞ্চিত করে ভূয়া দলিল তৈরি করলে বা দখল না দিয়ে বা বঞ্চিত করলে সেই দলিল বাদ। ভূমি ক্রয়কারী ও বিক্রয়কারী দলিল সঠিকতর থাকতে হবে। এক কথায় আসল দলিল যার ভূমি তার।
এমএসি/আরএইচ