ফোক কন্ঠশিল্পী মমতাজের ২ দিনের মায়ের মেলা শুরু হচ্ছে ১ অক্টোবর
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০২

:: মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ::
আন্তর্জাতিক জনপ্রিয় ফোক কন্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ভাকুম গ্রামের বাড়িতে তার জন্মদাত্রী প্রয়াত মা উজালা বেগম এর স্মরণে দুই দিনব্যাপী"মায়ের মেলা "শুরু হতে যাচ্ছে।
মায়ের মৃত্যুর পর থেকে তার নামানুসারে সিঙ্গাইর উপজেলার ভাকুম গ্রামের নিজ বাড়িতে এ মেলার আয়োজন করে আসছেন বাউল সম্রাজ্ঞী মমতাজ বেগম।
এ বছর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ বাউল কমপ্লেক্সের মধু মঞ্চে "মায়ের মেলার "২য় তম আসর বসছে ১ অক্টোবর থেকে ২ অক্টোবর পযন্ত । গত, বছর নানা আয়োজনের মধ্যে দিয়ে এ মেলা প্রথম আয়োজন করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন এ মেলায় গান করবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা। আরো থাকবে ভাব গান, কবি গান, পালা গান, হরেক রকমের খাবার দাবার ও খেলার আয়োজন।
(১ অক্টোবর ) মেলা চলাকালীন সময়ে দেশ ও বিদেশের অনেক সম্মানীত বাউল শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহন করবেন এবং বাউল সংগীত, ভাব গান, বিচ্ছেদ গান ইত্যাদি পরিবেশনা করবেন প্রতিদিন বিকাল ৪:০০টা হতে সারারাত ব্যাপী।
মায়ের মেলা'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি।
উল্লেখ্য, মমতাজ এমপির জন্মদাত্রী মা "উজালা বেগম" গত, ৩০ শে সেপ্টেম্বর ২০২১ইং তারিখে এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি পরলোক গমন করেন। তার স্মরণে আগামী ১লা ও ২রা অক্টোবর সিংগাইরে মায়ের মেলা।প্রয়াত বাবা আলহাজ্ব মধু বয়াতির স্মরণে মধু মেলার আয়োজনের পর মাকে হারিয়ে তার পরের বছর ১ অক্টোবর হতেই আয়োজন করেন মায়ের মেলা। মায়ের মেলায় উপমহাদশের বাউল শিল্পীদের মহামিলন ঘটে থাকে।এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বাউল শিল্পীরা রকমারি ভাব গান,পালা গান পরিবেশন করেন।এই মেলাকে কেন্দ্র করে গান শুনতে সিংগাইরসহ জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শক এ মেলায় সমবেত হন। মেলাকে কেন্দ্র করে ভাকুম গ্রামে মধু-উজালা বাউল কমপ্লেক্স চত্তরে হাজার হাজার লোকের যেমন সমাগম ঘটে, তেমনি ঢাকার বিশিষ্ট সংস্কৃতিমনা ব্যাক্তি, জাতীয় পর্যায়ের নেতা,সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, মায়ের স্মৃতিকে স্মরণে রেখে মেলার নাম রেখেছি ‘মায়ের মেলা’। এ মেলায় দেশ-বিদেশের অনেক সম্মানিত বাউল শিল্পীরা অংশ নিয়ে বাউল সংগীত ও ভাব-বিচ্ছেদ গান পরিবেশন করবেন। এ মেলায় সকলকে আমন্ত্রণ জানিয়ে সুন্দর ও স্বার্থক করতে সহযোগিতা কামনা করেছেন তিনি।
এমএসি/আরএইচ