চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ,আটক-২

শনিবার ২৭ মে ২০২৩ ২১:৪৪


আব্দুল জাহির মিয়া  চুনারুঘাটঃ
১০ কেজি গাঁজাসহ মুক্তার মিয়া ও কাউছার মিয়া নামে ২ মাদক কারবারী কে আটক করেছে পুলিশ।এ সময় গাঁজা পাচারের মুল হোতা ছালেক মিয়া পুলিশের সাথে দস্তাদস্তি করে পালিয়ে যায়।
(২৬ মে) শুক্রবার রাতে উপজেলার রাজার বাজার এরাবায় অভিযান করেন চুনারুঘাট থানার এসআই অজিদ তালুকদার ও এসআই সদরুল আমীন। আসামীদের হেফাজতে থাকা  ০২ টি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে   পাটের সুতলী দিয়ে বাঁধা খাকী কস্টেব দ্বারা মোড়ানো ০২ টি পুটলার  একটিতে ০৫ টি নীল পলিথিনের প্যাকেটে প্রতিটিতে ০১ কেজি করে ০৫ কেজি গাঁজা ও অপর পুটলায় ০৫ টি নীল পলিথিনের প্যাকেটের প্রতিটিতে ০১ কেজি করে ০৫ কেজি গাঁজা। মোট ১০ কেজি গাঁজা, যাহার প্রতি কেজির মূল্য ১০০০০/ টাকা করে ১০ কেজির মোট মুল্য (১০×১০০০০) =১০০০০০/- (একলক্ষ টাকা) এবং তাহাদের চালিত একটি রেজিঃ বিহীন কালো রঙ্গের গ্লামার মোটর সাইকেল আটক করেন।
আটক মাদক ব্যবসায়ী দঃ ছয়শ্রী (বাঘাডাইয়্যা) গ্রামের তোফাজ্জল হোসেন এর পুত্র মুক্তার মিয়া(৩৫) ও ছয়শ্রী গ্রামের আঃ রহিম এর পুত্র কাউছার মিয়া।পলাতক আসামী ডুলনা(উড়ার ঠিলা) গ্রামের বারিক মিয়ার পুত্র ছালেক মিয়া।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসি/আরএইচ