স্বামীকে বাঁচাতে নিজের লিভার দিলেন স্ত্রী

শুক্রবার ২৫ নভেম্বর ২০২২ ২০:১৩


খুব অল্প সময়ের মাঝেই স্বামীর পুরো লিভার অকেজো হয়ে যাওয়ায় দ্রুত লিভার প্রতিস্থাপন প্রয়োজন হয়ে পড়ে। অন্য কারো সঙ্গে লিভার না মেলায় অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছিল না। পরে স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে শতভাগ মিলে যায়। স্ত্রীও স্বামীর জীবন বাঁচাতে নিজের লিভার দেন। এতে প্রশংসায় ভাসছেন তিনি। চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানকে লিভার দেন তার স্ত্রী রোজী রহমান। তারা দুইজন বর্তমানে সুস্থ আছেন বলে জানা যায়মেয়র মতিয়ার রহমানের ছোট ভাই আতিয়ার রহমান হাবু জানান, ভাইয়ের প্রায় পুরো লিভার অকেজো হয়ে পড়েছিল। এ জন্য তাকে দ্রুত লিভার প্রতিস্থাপন করতে বলা হয়। তবে অন্য কারো সঙ্গে লিভার না মেলায় অস্ত্রোপচার সম্ভব হচ্ছিল না। পরীক্ষা করে ভাবির সঙ্গে শতভাগ মিলে যায়। তিনি দিতে সম্মতিও জানান। এরপর বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে টানা ১২ ঘণ্টার অস্ত্রোপচার শেষে লিভার প্রতিস্থাপন করা হয়। তিনি আরো জানান, ভাবি নিজের লিভারের ৩০ শতাংশ ভাইকে দিয়েছেন। বর্তমানে দুইজনই আশঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন। চুয়াডাঙ্গা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মেয়র মতিয়ার রহমান দীর্ঘ দিন ধরে লিভার সমস্যায় ভুগছিলেন। চিকিৎসক তার লিভার প্রতিস্থাপন করার কথা বলেন। তার স্ত্রী স্বামীকে বাঁচাতে লিভার দিয়েছেন।

এমএসি/আরএইচ